Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

রামপাল উপজেলা কুমারখালী নদীর উত্তর তীরে অবস্থিত। এটি ১৯৮৩ সালের ২৪ মার্চ মানোন্নিত থানায় রুপান্তর করতে উপজেলা হিসেবে স্থাপন করা হয়। এর আয়তন ২৭৬.৪৫ বর্গ কিমি:। মোট ১৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়। পরবর্তীতে একটি ইউনিয়ন সদর উপজেলার সাথে একীভুত করা হয় । তৎপরবর্তীতে ৬ টি ইউনিয়ন নিয়ে মোংলা উপজেলা নামে একটি নতুন উপজেলা করা হয়। বর্তমানে রামপাল উপজেলার ইউনিয়নের সংখ্যা ১০ টি । কথিত আছে যে, পাল বংশের রাম নামের একজন লোক প্রথম কুমার নদীর পেড়িখালীর অপর পার্শ্বে বসতি স্থাপন করে। এবং পরবর্তীতে তার নামে রামপাল এর নামকরণ করা হয়।